চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেমকে পঞ্চম শ্রেণির তিন শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। আজ বেলা তিনটার তাকে দিকে ঢাকার মিরপুর থেকে গ্রেফতার করা হয়। এর আগে গত সোমবার রাতে এক নির্যাতিতার স্বজনরা অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা দায়ের করেন।
স্বজনদের অভিযোগ, বিদ্যালয়ের ছুটির পর ৫ম শ্রেণির বেশ কয়েকজন শিক্ষার্থীকে প্রধান শিক্ষক প্রাইভেট পড়াতেন। এ সময় কয়েকজন ছাত্রীকে যৌন নিপীড়ন করেন তিনি। এরই প্রেক্ষিতে তার বাবা থানায় মামলা করেন। এ ঘটনা জানার পর বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
কর্ণফুলী থানাও ওসি (তদন্ত) হাসান ইমাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়। তাকে চট্টগ্রামে আনা হচ্ছে। তিন ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাছাড়া ভিকটিম শিক্ষার্থীরা জবানবন্দীও দিয়েছেন। এ ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার