চট্টগ্রাম নগরীর ওয়াসার মোড় ও নিউমার্কেট মোড়ে পৃথক গাড়ি চাপায় দুই জন নিহত হয়েছেন। গত বুধবার রাতে এসব ঘটনা ঘটে। জানা যায়, গত বুধবার রাত সোয়া নয়টায় খুলশী থানাধীন ওয়াসার মোড়ে দোতলা বাসের নিচে চাপা পড়ে সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ির মাঝিরঘাট সড়কের (১০৪ নম্বর বাড়ি) শাহাদাত হোসেনের ছেলে মো. রিফাত (৩৫) গুরুতর আহত হন।
অন্যদিকে, রাত দুইটা ৫০ মিনিটে কোতোয়ালি থানার নিউমার্কেট মোড়ে অজ্ঞাত গাড়ির নিচে চাপা পড়ে নোয়াখালীর চরজব্বার এলাকার চর সানাউল্লাহ এলাকার মফিজুর রহমানের ছেলে কবির হোসেন (২১) গুরুতর আহত হন। পরে তাদের চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, গাড়ি চাপায় মারাত্মকভাবে আহত দুই জনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার