চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেছেন, ‘আসন্ন রমজানে প্রতিটি দোকানে পণ্যের নির্ধারিত মূল্য তালিকা টাঙিয়ে রাখতে হবে। যাতে কোনো ক্রেতা প্রতারিত না হন। একই সঙ্গে রমজানে নিত্য প্রয়োজনীয়সহ প্রতিটি পণ্যের মূল্য জেলা প্রশাসন নির্ধারণ করে দেবে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের রমজানে পণ্যের দাম স্বাভাবিক রাখতে ব্যবসায়ী ও ভোক্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাশহুদুল কবীর, চট্টগ্রাম চেম্বারের সহ সভাপতি সৈয়দ জামাল আহামেদ, খাতুনগঞ্জ ট্রেড এ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক সৈয়দ সগীর আহমদ, ক্যাব চট্টগ্রামের সভাপতি এস এম নাজের হোসাইন প্রমুখ।
সভায় নগরের খাতুনগঞ্জ, রেয়াজুদ্দিন বাজার, টেরিবাজারসহ বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, ‘প্রতিবছর রমজানকে সামনে রেখে কিছু অসাধু চক্র পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে। পণ্যের দাম বাড়াতে তৎপর থাকেন। এবার এসব অসাধু চক্রের বিরদ্ধে ব্যবস্থা নেবে জেলা প্রশাসন। কোন অজুহাত সৃষ্টি করে পণ্যের দাম বাড়ালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। প্রয়োজনে জেল-জরিমানাও করা হবে।’
তিনি বলেন, জেলা প্রশাসনের একটি ‘হট লাইন’ আছে। যেকোন মোবাইল ফোন থেকে হটলাইন নাম্বার ‘৩৩৩’ এ কল করে ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম বেশি নিলেই ক্রেতারা অভিযোগ করতে পারবেন। অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’
জেলা প্রশাসক বলেন, ‘রমজানে অনেক সময় ভেজাল খাদ্য পরিবেশন করা হয়, ফুটপাত দখল করে অনেক হোটেলে ইফতার বিক্রি করে। এতে মারাত্মক যানজটের সৃষ্টি হয়। এবার ফুটপাতে ইফতার বিক্রি করতে দেওয়া হবে না, ভেজাল খাদ্য পরিবেশন করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনা হবে।’
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন