পারিবারিক কলহের জের ধরে মো. শাহজাহান (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর পতেঙ্গা থানার স্টিলমিল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। শাহজাহান ভোলা জেলার চরফ্যাশনের রসুলপুর এলাকার মালেক ফরাজির ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার বলেন, স্ত্রীর সাথে মনোমালিন্যের জের ধরে বাসার ফ্যানের সঙ্গে কোমরের বেল্ট পেঁচিয়ে এক যুবক আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর