নকল সোনার বার বিক্রি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন মো. টিটো, আফজাল হোসেন এবং মো. দেওয়ান। বৃহস্পতিবার রাতে নগরীর বিভিন্ন এলাকা থেকে এ চক্রের তিনজনকে সদরঘাট থানা পুলিশ।
সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন বলেন, সিরিশ কাগজ দিয়ে পিতল ঘষে সোনার বার সদৃশ করে ফেলতে পারে চক্রটি। পরে হাজারী গলির সোনার দোকানগুলো থেকে ২১ ও ২২ ক্যারেট লেখা সিল ১০০ টাকা দিয়ে কিনে এনে উক্ত নকল বারে মেরে দেয় তারা। রমজান মাসকে টার্গেট করে দেড় মাস আগে তারা চট্টগ্রামে এসে বাসা ভাড়া নিয়ে অবস্থান করছিল।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে মোগলটুলী জাহাঙ্গীর মার্কেটের সামনে রাস্তায় নকল সোনার বারকে আসল সোনার বার উল্লেখ করে বিক্রি করছিল একটি চক্র। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে গিয়ে টিটু ও দেওয়ানকে ধরে ফেলে। এ দুইজনের কাছ থেকে একটি নকল সোনার বার, একটি সোনার আংটি, এক জোড়া সোনার কানের দুল, একটি সোনার নাকফুল জব্দ করে পুলিশ।
এরপর ওই দুইজনকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পাহাড়তলী থানাধীন উত্তর কাট্টলী এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে আফজালকে গ্রেফতার করে পুলিশ। সেখান থেকে একটি বড় সোনার বার, দুটি ছোট নকল সোনার বার, এক জোড়া সোনার কানের দুল ও শ্রী জুয়েলার্স নামের একটি প্রতিষ্ঠানের আটটি মেমো উদ্ধার করে পুলিশ।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর