চট্টগ্রাম-কক্সবাজার সড়কের সেন্টমার্টিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন সাতকানিয়ার আবদুর রাজ্জাক (৩৫) এবং ২৮ বছর বয়সী অজ্ঞাত এক নারী।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ৭ যাত্রী। আহতরা হলেন শামসুল আলম (৩৫), রাফি মির্জা (৩০), অরুণ দাশ (২৮), টিপু (২৮), আকরাম (২৫), ইসমাইল (৪২) ও বিল্লাল (৩৩)।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন বলেন, কেরানিহাট গরুরবাজার এলাকার উত্তরপাশে কক্সবাজারগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস ও চট্টগ্রামমূখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
সাতকানিয়া ফায়ার সার্ভিসের ২টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত এক নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করে। পরে আহত অবস্থায় সাতজন যাত্রীকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর