চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার স্টেশন রোড এলাকা থেকে জাল নোটসহ মো. ফারুক (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (৯ জুন) দিবাগত রাত ১১টার দিকে স্টেশন রোডের পীরস্থান নামে একটি দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে সাড়ে ৩১ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
আটক মো. ফারুক পটিয়া উপজেলার বাংলাবাজার এলাকার আবু মিয়ার ছেলে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল টাকাসহ ফারুক নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি ঈদের বাজারে জাল টাকা ছড়ানোর চেষ্টা করছিলেন। জাল নোটগুলোর মধ্যে অধিকাংশ নোটই ছিল একই সিরিয়ালের।
বিডি প্রতিদিন/১০ জুন ২০১৮/হিমেল