চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার স্টেশন রোড থেকে ৩১ হাজার ৫০০ টাকার জাল নোটসহ ফারুক (৩৬) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে ফারুককে স্টেশন রোড থেকে গ্রেফতার করা হয়। ফারুক পটিয়া উপজেলার দক্ষিণ আশিয়ার বাংলাবাজার আর্জিপাড়ার আনু মিয়ার ছেলে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘ফারুক জাল নোট নিয়ে অবস্থান করার সময় পুলিশ দেখে পালানোর চেষ্টাকালে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১১টি ৫০০ টাকার এবং ২৬টি ১ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।’ তিনি বলেন, ‘ফারুক পুলিশের কাছে স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে জাল নোট সংগ্রহ করে চট্টগ্রাম শহরে জাল নোটের ব্যবসা করে আসছে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার