চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকার মনছুরাবাদ পাসপোর্ট অফিসের সামনে কার্ভাড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রিয়াজুল করিম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ রবিবার এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াজুল করিম ইপিজেড এলাকার সিরাজুল করিমের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, ‘গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
বিডি প্রতিদিন/এ মজুমদার