চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখানো হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও ততসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের কারণে উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোকে এ সতর্কতা সংকেত দেওয়া হয়েছে।
পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ রবিবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬৪ দশমিক ৫ মিলিলিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সিলসিয়াস। সারা দিন ভারী বৃষ্টিপাতের সঙ্গে দমকা হাওয়া বহাল থাকবে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের টেলিফোন অপারেটর রেজাউল করিম বলেন, ‘চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখানো হয়েছে। আবহাওয়ার এমন অবস্থা আগামী মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত বহাল থাকতো পারে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার