চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন সিটি গেটসংলগ্ন হোটেল নিউ আমন্ত্রণের সামনে থেকে ইয়াবাসহ মো. ফরহাদুল হাসান মোস্তাফাকে (৩০) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
সোমবার রাত ৮ টার দিকে সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহেদা সুলতানা এ অভিযানে নেতৃত্ব দেন। এসময় তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানান, ইয়াবা কেনাবেচার জন্য কিছু মাদক ব্যবসায়ী অপেক্ষা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড নতুন পাড়ার আহসান চেয়ারম্যানের বাড়ির আবদুল গনির ছেলে মো. ফরহাদুল হাসান মোস্তফাকে আটক করা হয়।
তিনি আরও জানান, তার দেহ তল্লাশি করে ৬০০ পিস ইয়াবা পাওয়া যায়। এসব ইয়াবার আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা। আসামি ও জব্দ করা ইয়াবা আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আকবর শাহ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর