চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মো. রুবেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ জুন) দিনগত রাত ১টার দিকে নগরের বাকলিয়ার বাদশাহ মিয়া সওদাগর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। রুবেল একই এলাকার আবদুল জলিলের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার বলেন, নিজ বাসায় বাতির স্যুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/১৩ জুন ২০১৮/হিমেল