চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের মিরসরাই এলাকায় কাভার্ডভ্যান উল্টে নিহত হয়েছেন চালকের এক সহকারী। নিহতের ২৫ বছর। বিস্তারিত পরিচয় প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।
গত সোমবার রাতে উপজেলার হাজী ফকিরহাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের লিডার ফজলুল হক।
তিনি বলেন, চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে গাড়ির ভেতর আটকা পড়ে মারা যান এক সহকারী। লাশ বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/ফারজানা