নগরীতে পৃথক দুটি অভিযান চালিয়ে রোহিঙ্গাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ মঙ্গলবার নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান দু'টি চালানো হয়।
অধিদপ্তরের উপ পরিচালক শামীম আহমেদ বলেন, মঙ্গলবার সকালে নগরীর সিনেমা প্যালেস এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ মো. ইব্রাহিম নামে এক নামক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। একই দিন নগরীর মেহেদীবাগ এলাকায় অভিযান চালিয়ে মো. আলম প্রকাশ জাহিদ নামে এক রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান- তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্ট। তারা কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকার পাইকার ইয়াবা ব্যবসায়ীদের কাছে বিক্রি করতো। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার