চট্টগ্রামে আলোচিত আবু জাফর অনিক হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে আরো দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন জোবায়েদ আহমদ ইমন ও জোনায়েদ আহমদ শোভন। সম্পর্কে তারা সহোদর। সোমবার রাতে কুমিল্লা জেলার দাউদকান্দির চক্রশালা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সিএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আবদুর রউফ বলেন, সোমবার গভীর রাতে দাউদকান্দি থানার চক্রশালা গ্রামে আত্মগোপনরত অবস্থা থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে পুলিশ অনিক হত্যা মামলায় চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।’
এর আগে শুক্রবার ভারতের কলকাতার ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় আত্মগোপন থাকা অবস্থায় অনিক হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করে ভারতীয় পুলিশ। তারা হলেন অনিক হত্যা মামলার প্রধান আসামি মহিউদ্দিন তুষার (৩০) এবং এখলাস (২২)।
প্রসঙ্গত, গত ১৭ জুন রাতে চট্টেশ্বরী পল্টন রোডে গাড়ির হর্ন দেয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে খুন হন অনিক। এ ঘটনায় ১২ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা দায়ের করেন অনিকের বাবা মো. নাছির উদ্দিন।
বিডি-প্রতিদিন/২৬ জুন, ২০১৮/মাহবুব