চট্টগ্রাম নগরের অন্যতম ব্যস্ততম পোর্ট কানেকটিং ও আগ্রাবাদ এক্সেস রোডের কাজ দ্রুত শেষ করার জন্য আগমীকাল বুধবার থেকে একপাশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে প্রকৌশলীদের ২৭তম মাসিক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুল হুদা, আবু ছালেহ, আনোয়ার হোসেন, কামরুল ইসলাম, মাহাফুজুর রহমান প্রমুখ।
মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘জাইকার অর্থায়নে প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে সড়ক দু’টিকে ছয় লেনে উন্নীত করার কাজ চলছে। আগামী বছরের ১৯ মে পর্যন্ত প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে। উন্নয়ন কাজ চলাকালীন সময়ে নিমতলা থেকে বড়পুল, বড়পুল থেকে নয়াবাজার এবং আগ্রাবাদ বাদামতল মোড় থেকে বড়পুল-নয়াবাজার পর্যন্ত সড়কের একপাশ বন্ধ রাখা হবে। অন্য পাশ দিয়ে উভয়মুখী যানবাহন চলাচল করববে। কাজ চালাকালীন সময়ে এই সড়কের ফুটপাত, পার্কিং স্পেসগুলো অবৈধ দখলমুক্ত রাখার জন্য এলাকার বসবাসকারী ও ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করছি। নগরবাসীর সাময়িক এ অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
তিনি বলেন, তাছাড়া কাজ চলাকালীন কোন ধরনের অবৈধ স্থাপনার কারণে উন্নয়নকাজ বাধাগ্রস্ত হলে চসিক জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তা উচ্ছেদ করবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার