চট্টগ্রামে নিজ বাসায় ইলহাম (১২) নামে এক কিশোরীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সকাল পৌনে ১০টার দিকে নগরের বাকলিয়া থানার লায়লা ভবনে এ ঘটনা ঘটে।
ইলহাম একই এলাকার মো. নাছিরের মেয়ে এবং মেরন সান স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
পরিবার সূত্রে জানা যায়, ইলহামকে বাসায় রেখে আরেক সন্তানকে স্কুলে দিতে যান মা। পরে মা বাসায় ফিরে দেখেন মেয়ে রক্তাক্ত অবস্থায় ছটফট করছে। তাৎক্ষণিক মেয়েকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/২৭ জুন ২০১৮/হিমেল