চট্টগ্রামে নগরের আকবর শাহ থানা এলাকায় ট্রলি গাড়ির ধাক্কায় শামসুন নাহার (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (০৪ জুলাই) রাত ১১টার দিকে কুমিল্লা ধামের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে তামিম নামে ৪ বছরের এক শিশু।
নিহত শামসুন নাহার আকবরশাহ থানার কালিয়ার হাট এলাকার নূর সৈয়দের স্ত্রী। আহত তামিম একই এলাকার আবু তাহেরের ছেলে।
জানা যায়, ওই নারী রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি গাড়ি ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় সামান্য আহত হয় এক শিশুও।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার।
বিডি প্রতিদিন/৫ জুলাই ২০১৮/হিমেল