সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘৯ম এমইউ ইনডোর স্পোর্টস টুর্নামেন্ট-২০১৮’ শুরু হচ্ছে আগামী ১৫ জুলাই। এমইউ স্পোর্টস ক্লাবের আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের নগর ক্যাম্পাসে টুর্নামেন্ট চলবে ২৫ জুলাই পর্যন্ত।
টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য সোমবার থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল মঞ্চে আগামী শনিবার পর্যন্ত চলবে এ কার্যক্রম। টুর্নামেন্টে মিনি ক্রিকেট, মিনি ফুটবল, দাবা, ক্যারম, টেবিল টেনিস, স্টাম্প ব্রেক, টিক-ট্যাক-টো, বেলুন যুদ্ধ প্রভৃতি ইভেন্ট থাকছে।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির পরিচালক (প্রশাসন) ও স্পোর্টস ক্লাবের উপদেষ্টা তারেক ইসলাম বলেন, শিক্ষার্থীদের মনোদৈহিক বিকাশের জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ। তাই প্রতি বছর আউটডোর এবং ইনডোর খেলাধুলার আয়োজন করা হয়। শিক্ষার্থীরাও আগ্রহভরে খেলাধুলায় অংশগ্রহণ করে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন