চট্টগ্রাম মহানগরের আগ্রাবাদ কর্ণফুলী শিশুপার্ক এলাকায় কথা কাটাকাটির জের ধরে ইমতিয়াজ হাসান মাহিন (১৪) নামের এক স্কুল ছাত্রকে ছুরিকাঘাতে খুন করেছে দোকান কর্মচারী। এই ঘটনায় মো. শাহেদ (২৫) নামের ওই দোকান কর্মচারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মাহিন আগ্রবাদ সিডিএ’র মো. ইলিয়াছের পুত্র এবং আগ্রবাদ কলকাকলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) ছৈয়দুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/১৮ আগস্ট ২০১৮/আরাফাত