চট্টগ্রাম নগরীর শুলকবহরে ফ্লাইওভার থেকে নামার পথে ট্রাকচাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত হেলাল উদ্দিন (৩২) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দরবেশহাট এলাকার সওদাগর পাড়ার মৃত আবদুর হকের ছেলে।
সোমবার বহদ্দারহাট ফ্লাইওভারের এক পাশে এ দুর্ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমীর হোসেন।
তিনি বলেন, হেলাল উদ্দিন মোটর সাইকেলে করে ফ্লাইওভার থেকে নামার পর একটি ট্রাক পেছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/ফারজানা