চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ কামরুন্নাহার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত কামরুন্নাহার একই এলাকার মো. ফরিদের স্ত্রী। ফরিদও একজন ইয়াবা ব্যবসায়ী।
সোমবার উপজেলার রায়পুরের নোয়াবাড়ি এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে ৭০ হাজার ইয়াবাসহ কামরুন্নাহারকে আটক করা হয়েছে। তবে স্বামী ফরিদও ইয়াবা ব্যবসায়ী। তাকে আটকের জন্য অভিযান চলছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/ফারজানা