নগরীতে একটি দেশি বন্দুক ও দুটি ছোরাসহ আবু বকর সিদ্দিক (৪১) নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকালে কোতোয়ালী থানাধীন আশরাফ আলী রোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবু বকর লক্ষীপুর জেলার বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই ও ডাকাতিসহ নানা অপরাধের ৬টি মামলা রয়েছে।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে আবু বকরকে গ্রেফতার করা হয়েছে। তিনি একজন পেশাদার ছিনতাইকারী। নগরীর ফিশারিঘাট, খাতুনগঞ্জ ও আসাদগঞ্জ এলাকায় নিয়মিত ছিনতাই করে আসছিল।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন