চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি।
শুক্রবার রাতে ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের ডাকঘরের পূর্ব পাশে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ রাতে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে।
সীতাকুণ্ড জিআরপি পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন