চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকায় 'পুলিশ' পরিচয়ে ছিনতাই ও অপহরণের দায়ে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার দুইজন হলেন- মাহমুদুল ইসলাম (৩০) ও মো. শাহজাহান (৩৮)।
বাকলিয়া থানা পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে শাহ আমানত সেতু এলাকায় কলেজ শিক্ষার্থী আলী রমজানের কাছ থেকে পুলিশ পরিচয়ে মোবাইল ছিনতাইয়ের পর পথচারী হাবিব কাউছারকে সিএনজি চালিত অটোরিকশায় তুলে অপহরণের চেষ্টা করেন দুই যুবক।
পরে খবর পেয়ে পুলিশ সিএনজি চালিত অটোরিকশাটি ধাওয়া করে হাবিব কাউছারকে উদ্ধার করে এবং চালক শাহজাহান ও পুলিশ পরিচয় দেওয়া মাহমুদুলকে গ্রেফতার করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, পুলিশ পরিচয়ে ছিনতাই ও অপহরণের দায়ে দুই ছিনতাইকারীকে চোরাই মোবাইল ও ছোরাসহ গ্রেফতার করা হয়েছে। এর সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান