চট্টগ্রাম নগরীতে ইয়াবা কেনা-বেচা ও সেবনের আসর থেকে এক আবাসিক হোটেল মালিকসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। আটক সেই চারজন হলেন নগরীর লাভ লেইন নূর আহমদ সড়কের হোটেল আল ফয়সালের মালিক খালেদ মাদানী (৩৯) এবং তার তিন সহযোগী এনাম (৩১), আবছার মিয়া (৩০) ও গিয়াস উদ্দিন (৩৪)।
রবিবার সকালে নগরীর কোতোয়ালী থানার সতীশ বাবু লেনে দোভাষ কলোনির একটি বাসা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, সতীশ বাবু লেনের বাসাটিকে হোটেল মালিক খালেদ মাদানী ও তার ঘনিষ্ঠরা ইয়াবা কেনা-বেচা ও সেবনের কেন্দ্র হিসেবে ব্যবহার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেই আসরে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর