চট্টগ্রামের হাটহাজারীর সোনাই-ত্রিপুরা পাড়ায় হঠাৎ অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে একই পরিবারের তিনজনসহ চার শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়া একই পরিবারের সেই তিন শিশু হল অন্ন রায় (০৫), সুমা রায় (০৩), অন্ন বালা (০৭) এবং অপরজন হলো একই এলাকার রমেশ চাকমার মেয়ে শিমুনী ত্রিপুরা (০৩)। চার শিশু ভিন্ন ভিন্ন সময়ে মৃত্যু হয় বলে জানা যায়।
এছাড়া আরও ২১ শিশুকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত চিকিৎসকরা শিশুদের মৃত্যুর প্রকৃত কারণ জানতে পারেননি। ইতোমধ্যে আহত শিশুদের থেকে নমুনা সংগ্রহ করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ‘কোন রোগে আক্রান্ত হয়ে তারা মারা গেল তা এখনো শনাক্ত করা যায়নি। তবে তাদের কাছ থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর রোগ সম্পর্কে জানা যাবে।’
তিনি আরও বলেন, এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রধান করে একটি মেডিকেল টিম গঠন করেছি। তাছাড়া মৃত্যুর কারণ উদঘাটনে আইইডিসিআর’র একটি প্রতিনিধি দল আজ চট্টগ্রামে আসার কথা।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলার এক নম্বর ফরহাদাবাদ এলাকার সোনাই-ত্রিপুরা পাড়ায় গত ২১ আগস্ট মঙ্গলবার থেকে আজ রবিবার পর্যন্ত ২১ শিশুর জ্বর ও শরীরে ছোট ছোট দাগ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক এবং বাকি ১৮ জন সুস্থ আছে। তবে মারা যাওয়া চার শিশুর মৃত্যু তাদের বাড়িতেই হয়।
প্রসঙ্গত, গত বছরের ১২ জুলাই চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছলিমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মধ্যম সোনাইছড়ির ত্রিপুরা পল্লীতে অজ্ঞাত রোগে এক সপ্তাহের মধ্যে ৯ শিশুর মৃত্যু হয়। তাছাড়া অজ্ঞাত রোগে আক্রান্ত আরো শতাধিক রোগীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর