চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সোনাই-ত্রিপুরা পাড়ায় একই পরিবারের তিনজনসহ চার শিশু হাম রোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আক্রান্ত ছয় শিশু থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষা করে চারজনের দেহে হাম ভাইরাসের প্রমাণ মেলে। গত রবিবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানোর পর আজ সোমবার দুপুরে এ প্রতিবেদন দেয় স্বাস্থ্য অধিদফতর।
চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ‘হাটহাজারীর সোনাই-ত্রিপুরা পাড়ায় চার শিশু অজ্ঞাত ভাইরাসজনিত হাম রোগে মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত প্রতিবেদনে আমরা এটি নিশ্চিত হয়েছি। আমরা ছয়জনের নমুনা সংগ্রহ করি। চারজনের মধ্যে এ ভাইরাস পাওয়া যায়।’
প্রসঙ্গত, গত ২১ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত ত্রিপুরা পাড়ার একই পরিবারের অন্ন রায় (০৫), সুমা রায় ও (০৩) অন্ন বালা (০৭) এবং আরেকজন শিমুনী ত্রিপুরা (০৩) অজ্ঞাত রোগে মারা যায়। ওই দিন ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রামের সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা। গঠন করা হয় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি। তাছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদফতরের প্রতিনিধি ডা. রেজাউর রহমান খান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি হিসেবে ডা. মোস্তাফা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু সৈয়দ মো. ইমতিয়াজ হোসাইনসহ প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার