চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে বাস থেকে নামার সময় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভে নেমেছে এলাকাবাসী। নিহত রেজাউল করিম রনি (২৮) বাস থেকে নামার সময় ছিটকে পড়া এবং চালকের সহকারি হেলপার ধাক্কা দিয়ে নামিয়ে দেয়ার অভিযোগে উত্তপ্ত হয়ে গেছে সিটি গেইট এলাকা।
সোমবার বিকাল ৪টার দিকে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন।
তিনি বলেন, সিটি সার্ভিসের একটি বাস থেকে বাড়ির অদূরে নামার সময় রনি ছিটকে পড়েন। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় রনিকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ এনে স্থানীয়রা মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করেন। বাসটি আটক করা হলেও চালক ও সহকারী বাস ফেলে পালিয়ে যায়।
তিনি বলেন, পুলিশ গিয়ে বাস চালক ও সহকারীকে গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভকারী জনতা সরে যান। তবে এসময় কিছুটা যানজটেরও সৃষ্টি হলেও পরে স্বাভাবিক হয়ে গাড়ি চলাচল করছে বলেও জানান তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর সিটি গেইটে বাসের ধাক্কায় রনি নিহতের ঘটনার পরপরই স্থানীয় জনতা দ্রুত জড়ো হয়ে পড়ে। এসময় প্রায় ১ ঘন্টা চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ করে রাখে স্থানীয় জনতা। এ বিক্ষোভের কারণে মহাসড়কে ও আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়ে যাত্রীদের চরম ভোগান্তির সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন বলে জানান তারা। এ ঘটনায় বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পলাতক রয়েছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান