চট্টগ্রাম নগরীর বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান শুরু হয়েছে। নিবন্ধন, অনুমোদন ও গ্রাহকসেবার মান নিশ্চিত করতেই এ অভিযান চালানো হয়েছে।
জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলীর নেতৃত্বে আজ মঙ্গলবার সকালে কোতোয়ালী থানার জামালখান সড়কের বেলভিউ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে প্রথম অভিযান পরিচালনা করা হয়।
এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইফুল্লাহিল আজম, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. আজিজুর রহমান সিদ্দিকীসহ ওষুধ প্রশাসন অধিদফতরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিন নিবন্ধন সংক্রান্ত ত্রুটির কারণে ইউনিক হেলথ লিমিটেড নামের ডায়াগনস্টিক সেন্টারটি সাময়িকভাবে তালাবদ্ধ করার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। এরপর অভিযান চালানো হয় সেনসিভ ডায়াগনস্টিক সেন্টারে।
বিডি-প্রতিদিন/ই-জাহান