চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার মাস্টারপুল এলাকার সাতকানিয়া ভবনের বাসিন্দা শাহিনুর আক্তার (১৬) বকা দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছেন। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। নিহত কিশোরী বাঁশখালী উপজেলার চাম্বল সিকদারপাড়া এলাকার মোজাফফর চৌধুরীর মেয়ে। তিনি একটি মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. আলাউদ্দিন তালুকদার পরিবারের বরাত দিয়ে বলেন, ‘গত সোমবার রাতে পারিবারিক বিষয় নিয়ে শাহিনুর আক্তারকে বকা দেন তার মা। আজ মঙ্গলবার সকালে তার রুমে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে শাহিনুর আক্তার। তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার