চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদের সোনাই ত্রিপুরা পাড়ার হাম রোগে আক্রান্ত ২৫ জন শিশুকে ত্রাণ দিল চট্টগ্রাম জেলা প্রশাসন। বুধবার দুপুরে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শিশুদের জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিধানের কাপড় তুলে দেন চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইমতিয়াজ হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ। এ সময় তিনি হাম রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসার খোঁজ নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে ত্রিপুরা পল্লীর বাসিন্দাদের চিকিৎসা, পুষ্টিহীনতা ও পানি সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে ওই এলাকার ৫২ পরিবারের মাঝে ২০ কেজি করে চাল, নগদ টাকা, মশারি দেওয়া হয়েছে। তাছাড়া পানি সংকট নিরেসনে ৩টি গভীর নলকূপ এবং ২৬টি টয়লেট বসানোর কাজ শুরু হয়েছে।’
প্রসঙ্গত, গত ২১ থেকে ২৬ আগস্ট হাটহাজারীর ফরহাদাবাদের দক্ষিণ উদালিয়া এলাকার সোনাই ত্রিপুরা পাড়ার অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে চার শিশুর মৃত্যু হয়। পরবর্তীতে আরও ২৫ শিশুকে হাসপাতালে ভর্তি করানো হয়। গত রবিবার জেলা সিভিল সার্জনের তত্ত্বাবধানে আক্রান্ত ৬ শিশুর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। গত সোমবার ঢাকার দেয়া প্রতিবেদনে স্বাস্থ্য অধিদফতর চার শিশু হাম রোগে আক্রান্ত হয়ে মারা যায় বলে জানায়। তবে বর্তমানে চিকিৎসাধীন ২৫ শিশু সুস্থ হয়ে উঠেছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম