চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) জাইকার অর্থায়নে বাস্তবায়নাধীন নগরীর আগ্রাবাদ এক্সেস রোডে চলমান উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে কাজের অগ্রগতি দেখতে দিয়ে চসিকের ভারপ্রাপ্ত মেয়র হাসান মাহমুদ হাসনী এ নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর নাজমুল হক ডিউক, মো. আবদুল কাদের, চসিকের নির্বাহী প্রকৌশলী বিপ্লব দাশ, সহকারী প্রকৌশলী মজিবুল হায়দার, জনসংযোগ কর্মকর্তা রফিকুল ইসলাম, সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব প্রমুখ।
চসিক জানায়, আগ্রাবাদ বাদামতলী থেকে বড়পুল পর্যন্ত ৫০ কোটি টাকা ব্যয়ে এ উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় রাস্তার দুইপাশে আরসিসি ড্রেন ও ফুটপাত নির্মাণ, রাস্তার মাঝখানে ২ মিটার প্রস্থের মিডিয়ান নির্মাণ ও এলইডি স্থাপন করা হবে। ডিসেম্বর ২০১৭ থেকে শুরু হওয়া এ প্রকল্পের কাজ ২০১৯ সালের মে মাসে শেষ হওয়ার কথা। বর্তমানে এ প্রকল্পের আওতায় ৩টি স্কেভেটরের মাধ্যমে কাঁদা মাটি অপসারণ ও কম্পেকশানের কাজ চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার