চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জ এলাকায় গোয়েন্দা পুলিশের সদস্য পরিচয় দিয়ে ছিনতাইকালে স্থানীয়দের সহায়তায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ আগস্ট) সকালে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ছিনতাইকাজে ব্যবহৃত ‘পুলিশ’ স্টিকার লাগানো একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- নগরের আগ্রাবাদ এলাকার মো. ইউসুফ আলমগীরের ছেলে মো. শহীদুল আলম ইমন (২২) ও হালিশহর বৌবাজার এলাকার সিরাজদ্দৌলার ছেলে দুলাল মোহাম্মদ ইমরান (২৭)। একই ঘটনায় পলাতক রয়েছেন মো. মানিক (৩২) নামে অপর এক আসামি।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, বুধবার ভোরে ফিসারিঘাট মাছের আড়তের কর্মচারী আউয়াল ও টিটু বাকলিয়ার মিয়া সওদাগরের পুল এলাকা থেকে রিকশায় করে কর্মস্থলে যাচ্ছিলেন। খাতুনগঞ্জের পীতম্বর শাহের দোকানের সামনে পৌঁছালে মোটরসাইকেল নিয়ে আসা তিনজন তাদের রিকশার গতিরোধ করে এবং গোয়েন্দা পুলিশের সদস্য পরিচয় দিয়ে আউয়ালের পকেটে থাকা মোবাইল ফোন সেট এবং টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় আউয়াল ও টিটুর চিৎকারে টহল পুলিশ ও স্থানীয়রা ধাওয়া করে ছিনতাইকারীদের দুইজনকে ধরে ফেলে।
বিডি প্রতিদিন/২৯ আগষ্ট ২০১৮/হিমেল