এক যুগ আগে চট্টগ্রামের সাতকানিয়ায় পারিবারিক বিরোধের জেরে এক স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনাল-৩ এর ভারপ্রাপ্ত বিচারক শাহাদাত হোসেন ভুঁইয়া এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি অজয় বোস রিংকু এ তথ্য নিশ্চিত করেছেন। তবে হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা প্রমাণ না হওয়ায় কালুর মা আছিয়া খাতুন, বোন কুলসুম বেগম এবং ভগ্নিপতি ইউসুফকে খালাসের আদেশ দিয়েছে আদালত।
মামলার নথি থেকে জানা যায়, আসামি কালুর বাড়ি সাতকানিয়া উপজেলার চরতি ছনপুরা এলাকায়। ২০০৬ সালের ১১ অক্টোবর রাতে স্ত্রী রেনু আক্তারকে তিনি ওই বাড়িতে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় ৪ জনকে আসামি করে রেনুর বাবা নূরুল আলম সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
বিডি-প্রতিদিন/৩০ আগস্ট, ২০১৮/মাহবুব