চট্টগ্রামে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চট্টগ্রাম অঞ্চলে কর্মরত মো. জামশেদ (৪০) নামে এক কর্মচারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে হালিশহর থানার সবুজবাগ কালীবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামশেদ দেওয়ান হাট ঈদগাহ্ বড়পুল এলাকার জানু মিয়ার ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
বিডি প্রতিদিন/এ মজুমদার