চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন আগামী মার্চের মধ্যে নগরীতে চলমান সকল উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে প্রকৌশল বিভাগকে নির্দেশ দিয়েছেন। বর্তমানে হজ পালনে সৌদি আরবে অবস্থানরত মেয়র ভারপ্রাপ্ত মেয়রের মাধ্যমে গত বুধবার রাতে মুঠোফোনে এ নির্দেশ দেন।
এ নিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে চসিকের আবদুচ ছত্তার মিলনায়তনে প্রকৌশল বিভাগের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, মেয়রের নির্দেশক্রমে আগামী সেপ্টেম্বরের মধ্যে প্রকৌশল বিভাগের সকল উন্নয়ন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া শেষ করা, গত জুলাই মাসে তালিকাভুক্ত প্রকল্পের অনুকূলে ২৯ আগস্ট পর্যন্ত গৃহীত ব্যবস্থা, আগামী মাসের মধ্যে সকল রুগ্ন প্রকল্পকে জবাবদীহিতার আওতায় আনা।
চসিকের প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মেয়র হাসান মাহমুদ হাসনী, তত্ত¡াবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন, আবু ছালেহ, মনিরুল হুদা, কামরুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার