চট্টগ্রাম নগরের কাজির দেউরি এলাকায় অভিযান চালিয়ে মো. আমিরুজ্জামান পারভেজ (৩৯) নামে হিযবুত তাহরীর’র এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৭। এ সময় তার কাছ থেকে জঙ্গি উস্কানিমূলক বই ও লিফলেট উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মিমতানুর রহমান বলেন, ‘অভিযান চালিয়ে একজন হিযবুত তাহরীর’র সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ জঙ্গি উস্কানিমূলক বই, লিফলেট এবং জঙ্গি উস্কানিমূলক কাজে ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করা হয়। এ ছাড়াও তার বিরুদ্ধে নগরের কোতোয়ালী থানায় জঙ্গি সংশ্লিষ্টতার একটি মামলাও রয়েছে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার