চট্টগ্রামে ৫২ বোতল ফেনসিডিল ও ফেনসিডিল বিক্রির টাকাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- রূপন কান্তি ব্যানার্জি (৪৫), মো. সোহেল (২৪) এবং মো. ফারুক (২১)।
বৃহস্পতিবার দিবাগত রাতে কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফিরিঙ্গী বাজারস্থ নয়ন মঞ্জিলের সামনে রাস্তা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৫২ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, অবৈধ ফেনসিডিলগুলো কুমিল্লা থেকে চট্টগ্রাম শহরে নিয়ে এসেছিল তারা। এ ঘটনায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন