চট্টগ্রামে ইয়াবা পাচার কালে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার সকালে নগরীর কে সি দে রোড এবং সীতাকুন্ড উপজেলার সোনাইছড়ি এলাকা থেকে হাইওয়ে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার তিনজন হলেন- মো. ফরিদ মিয়া (২২), মো. আব্দুল্লাহ (২০) ও মো. সালেহ জহুর লিটন (৩৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন জানান, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কে সি দে রোড থেকে ফারুক মিয়া ও আব্দুল্লাহকে আটক করা হয়। পরে তাদের শরীরে তল্লাশি চালিয়ে টিস্যু পেপার মোড়ানো অবস্থায় ফরিদের প্যান্টের পকেট থেকে দুই হাজার ৮৫০ পিস ও আব্দুল্লাহর পকেট থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে সোনাইছড়ির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে বাসযাত্রী সালেহ জহুর লিটনকে ৬০০টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় বল জানান বার আউলিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আহসান হাবিব। গ্রেফতার হওয়াদের বিরুদ্ধে নগরীর কোতোয়ালি ও সীতাকুন্ড থানায় পৃথক মামলা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান