চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ দখল উচ্ছেদে দখলদারদের হামলায় ফরেস্ট রেঞ্জের বনমালী আবদুস সালাম (৫২) নিহতের ঘটনায় ১৬ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ফটিকছড়ির ভুজপুর থানার হাসনাবাদ রেঞ্জের তারাহো বিটের বিট কর্মকর্তা আতিকুল ইসলাম বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় এজহারভুক্ত ১০ আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. ইয়াছিন (২১), দেলোয়ার হোসেন (২৮), হাসান নিজামী (১৮), বিবি রহিমা (৪০), বিবি মরিয়ম (৪০), প্রিয়াংকা আক্তার (১৫), রোকেয়া বেগম (৫৫), নার্গিস আক্তার (১৮), ঝর্ণা আক্তার (১৭) ও মনোয়ারা আক্তার (১৫)।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম বলেন, ‘সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে পাকা ঘর নির্মাণে বাঁধা দেওয়ায় বনকর্মীদের ওপর হামলায় ঘটনাস্থলে এক বনকর্মী নিহতের ঘটনায় জড়িত নজরুল ইসলামসহ ১৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারভুক্ত ১০ আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’
প্রসঙ্গত, গত বুধবার দুপুরে ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের একটি সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ দখল উচ্ছেদের কাজে গিয়ে দখলদারদের হামলায় আবদুস সালাম নিহত হন। পরে থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন