চট্টগ্রামের বাঁশখালীর পুকুরিয়া এলাকায় বন্যহাতির আক্রমণে মরিয়ম বেগম (৬১) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শফিকুল ইসলাম (৩৫) নামে আরেকজন ।
বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম বেগম ওই এলাকার ছিদ্দিক আহমদের স্ত্রী ও শফিকুল ইসলাম একই এলাকার আবদুল কুদ্দুসের ছেলে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন হীরা বলেন, পুকুরিয়া এলাকায় বন্যহাতির আক্রমণে মরিয়ম বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এবং শফিকুল ইসলাম নামে আরেকজন আহত হয়েছেন। আহত শফিকুল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন