শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে শিক্ষা ও প্রযুক্তি। যে দেশের আধুনিক শিক্ষিত সমাজ রয়েছে, সে দেশের কাছে অন্য সব শক্তিই দুর্বল।
মন্ত্রী বৃহস্পতিবার দুপুরে নগরীর দক্ষিণ খুলশীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
দেশের শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় পরিবার হচ্ছে শিক্ষা পরিবার। এই পরিবারে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীসহ সাড়ে ৫ কোটি সদস্য রয়েছে। আগে দেশের জন্য মেধা ও টেকনোলজি আমদানি করা হতো শতভাগ। এখন আমাদের সময় এসেছে মেধা এবং নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করে বিদেশে রফতানি করার। আমরা মেধার দিক থেকে কোনোভাবেই দুর্বল নই।
তিনি বলেন, এ বছর ৩৫ কোটি ৯০ লাখেরও বেশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়েছে। এ পর্যন্ত ২৬৫ কোটি ৯৬ লাখেরও বেশি বই বিতরণ করেছি।
বিজ্ঞানী জাফর ইকবাল বলেছেন, আমরা যে পরিমাণ বই বিতরণ করেছি। এ পরিমাণ বই দিয়ে পুরো পৃথিবীকে সাড়ে তিনবার পেঁচানো যাবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরল আনোয়ারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেন, যে অল্প সময়েরে মধ্যে পোর্ট সিটি ইউনিভার্সিটি দেশের শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে গ্রহণযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, তা শুধু দেশে নয়, এশিয়াতে বিরল। এখন আমরা কাজ করে যাচ্ছি বিশ্বের পরিচিত শিক্ষা প্রতিষ্ঠানে যেন পরিণত হয় এই বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের সভাপতি জহির উদ্দিন রতন, বোর্ড সদস্য মিজানুর রহমান, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন প্রমুখ।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন