চট্টগ্রামের রাউজান উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর রাতে উপজেলার ঊনসত্তর পাড়া এলাকার গৌরীশংকর হাট এলাকার সিরাজ কলোনিতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোক্তার হোসেন ও সাইফুল ইসলাম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কেফায়েত উল্লাহ বলেন, আজ ভোর রাতে মোক্তার ও সাইফুল ডাকাতি করতে ঢুকলে গৃহস্থ টের পেয়ে যায়। পরে তারা অস্ত্র তাক করে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন ওই দুই ডাকাতকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম