পিকআপ ভ্যানের চেসিসের ভেতর লুকিয়ে এনেও র্যাবের চোখ ফাঁকি দিতে পারলো না দুই ইয়াবা ব্যবসায়ী। লুকানো ২১ হাজার ১৮০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকেই আটক করেছে র্যাব। আজ রবিবার সকালে চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান।
আটক দুইজন হলেন- কুমিল্লা জেলার দেবীদ্বার বরকামতা এলাকার মো. সানাউল্লার ছেলে মো. আবু সায়েম (৩০) ও তিতাস এলাকার মো. রেনু মিয়ার ছেলে মো. রবিন (৩৫)।
র্যাব সূত্রে জানা গেছে, সী-বিচ পতেঙ্গাগামী একটি পিকআপ ভ্যানের (ঢাকা মেট্রো-ন ১৮-৫০৯৮) গতিবিধি সন্দেহজনক হওয়ায় র্যাব সদস্যরা গাড়িটিকে থামানোর সংকেত দিলে গাড়ির ড্রাইভার গাড়িটিকে রাস্তার পাশে থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় র্যাব সদস্যরা তাদের আটক করে। তাদের স্বীকারোক্তি অনুয়ায়ী গাড়ির চেসিসের ভেতর লুকানো ২১ হাজার ১৮০ পিস ইয়াবাসহ উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার