চট্টগ্রামে শিবিরের ১৩ নেতাকর্মীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, ‘সদরঘাট থানা পুলিশ গ্রেফতার ১৩ জনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানালে আদালত প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।’
শিবিরের ১৩ নেতাকর্মী হলেন- মো. কুতুব উদ্দিন (২৩), মো. ইয়াছিন আহাদ ইমন (২১), মো. জিয়াউর রহমান (২২), জুনাইদুল ইসলাম (২১), সাইফুদ্দিন খালেদ (২৪), মো. সাজ্জাদ হোসেন (২০), মো. রুহুল কাদের (২০), মো. মেহেরাজুল ইসলাম (১৮), মো. ইমরান হোসেন (২০), সাব্বির হোসেন (২৫), সাজেদুল করিম (১৮), খোরশেদ আলম (২৪) ও মো. শাকিব (১৮)। এদের মধ্যে মো. কুতুব উদ্দিন, মো. ইয়াছিন আহাদ ইমন, মো. জিয়াউর রহমান, জুনাইদুল ইসলাম এবং সাইফুদ্দিন খালেদ শিবিরের সদস্য, সাথি ও কর্মী এবং অন্যরা সাধারণ সদস্য বলে জানিয়েছে পু্লশি।
প্রসঙ্গত, ৩ সেপ্টেম্বর বিকেলে চট্টগ্রাম নগরের সদরঘাট, অভয়মিত্র ঘাট ও বাকলিয়া এলাকা থেকে শিবিরের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করে সদরঘাট থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন বই ও সরকারবিরোধী প্রচারপত্র উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
বিডি-প্রতিদিন/ ই-জাহান