চট্টগ্রাম নগরের কোতোয়ালী মোড় থেকে এক হাজার পিস ইয়াবাসহ মো. ইমতিয়াজ উদ্দিন (২৪) নামে এক ইয়াবা বাহককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার করা হয়। ইমতিয়াজ উদ্দিন কক্সবাজার জেলার টেকনাফ হোয়াইক্যং এলাকার ইমদাদুল হকের ছেলে। পেশায় তিনি কাঠমিস্ত্রি।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘গোপন সূত্রে কোতোয়ালী মোড় থেকে একহাজার পিস ইয়াবাসহ মো. ইমতিয়াজ উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। ইমতিয়াজ পেশায় কাঠমিস্ত্রি। কিন্তু কমিশনের বিনিময়ে তিনি ইয়াবাগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেন। ইয়াবাগুলো টেকনাফ থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
বিডি-প্রতিদিন/ ই-জাহান