চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সাগরে নিখোঁজ কলেজ ছাত্র আসিফ শাহরিয়ার রুবেলের (১৮) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয় বলে জানান আগ্রাবাদ ফায়ার ষ্টেশনের সহকারি পরিচালক কামাল উদ্দিন ভূঁইয়া।
তিনি বলেন, দুপুরে পতেঙ্গা সমুদ্র সৈকতে ঘুরতে এসে সাগরে গোসল করতে নামেন কলেজ শিক্ষার্থী আসিফ শাহরিয়ার রুবেল ও নাফিস খান। এর মধ্যে আসিফ শাহরিয়ার রুবেল পানিতে তলিয়ে যান। সন্ধ্যায় ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। তবে নিখোঁজ আসিফ শাহরিয়ার রুবেল এবং উদ্ধার হওয়া নাফিস খান নৌবাহিনী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
বিডি প্রতিদিন/ ১১ সেপ্টেম্বর ২০১৮/হিমেল