চট্টগ্রামের জোরারগঞ্জ বাইপাসে দুই কাভার্ডভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার সকালে মিরসরাইয়ের জোরারগঞ্জ বাইপাসের মোস্তাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন কাভার্ডভ্যানের চালক মো. কবির (৪০)। অপর জনের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, মিরসরাইয়ের জোরারগঞ্জ বাইপাসে ঢাকা মেট্রো-ট-১৫৩৭২৮ কাভার্ডভ্যান পেছন থেকে ঢাকা মেট্রো-ট-১১৬৫০৭ কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মো. কবির নামের এক এক কাভার্ডভ্যান চালকের মৃত্যু হয়। ওই সময় আরও এক ব্যক্তি নিহত হন।
তবে তার পরিচয় জানা যায়নি। পরে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যরা গিয়ে দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান থেকে নিহত চালক ও অপর ব্যক্তিকে উদ্ধার করে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস এর সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, খবর পেয়ে মিরসরাই ফায়ার স্টেশনের কর্মীরা নিহতদের উদ্ধার করেছে। একই সঙ্গে দুর্ঘটনা-কবলিত কাভার্ডভ্যান দুটিকে সড়কের পাশে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/১২ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত