চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে গোডাইনসহ পার্শ্ববর্তী আরও কয়েকটি দোকান ও বসতঘর।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে
চন্দনপুরা ও কালুরঘাট ফায়ার স্টেশনের চারটি গাড়ি প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নিউটন দাশ বলেন, ‘বহদ্দারহাটের একটি তুলার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ব্যবহার করে কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন।’
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন